মোজাম্বিকে আরো ৮৬টি মৃত ডলফিন উদ্ধার

আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে সম্প্রতি আরো ৮৬ টি ডলফিন মৃতাবস্থায় পাওয়া গেছে।

কি কারণে এসব ডলফিনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। দেশটির পরিবেশ মন্ত্রণালয় একথা জানায়।

খবরে বলা হয়, ইতিমধ্যে একই স্থান থেকে গত রবিবার অনেক ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ মোট ১১১ টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইনহামবেন প্রদেশের বজারুতো দ্বীপ জাতীয় পার্কের একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬ টি মৃত ডলফিন উদ্ধার করে।’

দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত।

কর্তৃপক্ষ জানায়, এসব ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে। -এএফপি


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //